ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
বরিশাল নগরীর লঞ্চঘাট অটো স্ট্যান্ডে অতর্কিত হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। ১৬ সেপ্টেম্বর বুধবার পৌনে ৫ টায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্ট্যন্ডের অটো চালক সভাপতি খলিলুর রহমান মরন স্থানীয় রসমেলা রেস্টুরেন্ট মালিক শাওনের কাছে ১০ হাজার টাকা পায়। বিকেলে ওই টাকা চাইতে গেলে শাওন ও মরনের সাথে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির দিকে গেলে পুলিশ এসে দুইজনকে থামিয়ে দেয়।
কোতোয়ালি মডেল থানার এ এস আই শামীম হোসেন বলেন, রাস্তার মাঝে জটলা দেখে দাড়াই। দুইজনকে ঝগড়া করতে দেখে পরের দিন সমঝোতার জন্য মিমাংসার প্রস্তাব দেই। উভয়ে রাজি হয়। এদিকে শাওন একটা লিখিত অভিযোগ দাখিল করেন।
বৃহস্পতিবার ১১ টায় মীমাংসার কথায় রাজি হলে চলে যাই। দুই তিন মিনিট পরে ফোন পেয়ে ফিরে এসে জানতে পারি একদল উঠতি বয়সী যুবক অটো স্ট্যান্ডে অতর্কিত হামলা চালায়। এতে অটো চালক মাসুম, রানা ও মরন আহত হয়। খোজ নিয়ে জানা যায় এরা সবাই রেস্টুরেন্ট মালিক শাওনের লোক।
স্থানীয়রা জানায়, পুলিশ সমঝোতার কথা বলে স্থান ত্যাগ করলে শাওনের ভাড়া করা সন্ত্রাসীরা এসে অতর্কিত হামলা চালায়। এতে মাসুম ও রানা গুরুতর আহত হলে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও সন্ত্রাসীদের হামলায় অটোরিকশার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।এ ব্যাপারে মামলা করবে বলে জানায় খলিলুর রহমান মরন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক