ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩
বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কার্যালয়টির একটি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি উত্তীর্ণ।
বয়সসীমা: আগামী ৩১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্তর্য শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি: নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েব সাইটে অথবা পুলিশ সুপারের কার্যালয়, বরিশাল-এর কার্যালয়ে পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ছবির পেছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে নাম লিখতে হবে।
আবেদনের খামের ওপর প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে। আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানে সরকারি কোষাগারে/ব্যাংকে কোড নং- ১-২২১১-০০০০-২০৩১ এ জমা দিয়ে মূলকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘‘পুলিশ সুপার, বরিশাল’’ বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার পূর্বে আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের অনুকূলে মূল সনদসমূহ পুলিশ সুপার, বরিশাল বরাবর দাখিল করতে হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক