ঢাকা ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ডেঙ্গু জ্বর বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে নতুন করে যোগ হয়েছে আরও এক ব্যক্তি। এ নিয়ে বরিশাল বিভাগে ৪৯ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৮৪ জন রোগী চিকিৎসাসেবা নিতে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা লালবরু (৬০)। তিনি মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৮৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৭৭ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩০ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ১০৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৮৩ জন, পটুয়াখালীতে ৫৭ জন, ভোলায় ৪১ জন, পিরোজপুরে ৫৮, বরগুনায় ২৬ ও ঝালকাঠিতে ২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৫ হাজার ৩৩২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২৩৪ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৪৯ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক