বরিশাল-খুলনা বিভাগে বিদ্যুতে ব্লাক আউট

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে বরিশাল ও খুলনা বিভাগে বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাক আউট হয়েছে। আজ সকাল ৯টায় পুরো দুই বিভাগ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিদ্যুৎ, জালানি ও সম্পদ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে ওই অঞ্চলের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে। প্রায় ৩ ঘণ্টা পরে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

 

 

এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারাদেশে ব্লাক আউটের ঘটনা ঘটে। তখনও ওই কেন্দ্রটি ট্রিপ করার কারণে ব্লাক আউটের ঘটনা ঘটে।

 

 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পাবলিক রিলেশন অফিসার এম বদরুদ্দোজা খান বলেন, সকাল ৯টার দিকে একটু সমস্যা হয়েছিল। ট্রিপের কারণে খুলনা, বরিশাল বিভাগ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার আংশিক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। রাজশাহী অঞ্চলে ত্রিশ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। খুলনা অঞ্চলে সাড়ে ১০টা নাগাদ স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য অঞ্চল স্বাভাবিক হয়ে যাবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ