ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
ঐতিহ্যবাহী বরিশাল ক্লাবের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককেকে গ্রেফতার করেছে র্যাব-৮। নগরীর মুক্তিযোদ্ধাপার্ক ও পোর্ট রোড এলাকায় শনিবার (৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি রোববার নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— নগরীর কেডিসি এলাকার আরমান হাওলাদার (২৪) ও কোর্ট কম্পাউন্ড এলাকার মিঠু হাওলাদার (৩২)।
র্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, গ্রেফতার আরমান ও মিঠু গত ২৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল ক্লাবের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে। তারপর দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার এহসানুল হকের মোবাইল ও কমিউনিটি হলের ধাতব পানির কল, ট্যাপ, জয়েন্ট পাইপসহ পানির লাইনের অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান। এ ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর র্যাব-৮ এর একটি দল ৯ সেপ্টেম্বর সকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতার অভিযুক্তদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক মাহমুদুল হাসান
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক