ঢাকা ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
বরিশাল নগরীর প্রধান সড়ক সদর রোডে তালা ভেঙে বিবিএস ক্যাবল’স নামক একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই চুরি সংগঠিত হয়। কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানের আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল, পাঁচ মণ ওজনের একটি ভল্ট, নগদ ২৫ হাজার টাকা, ৩০ লাখ টাকার লিখিত ও ব্লাংক চেক নিয়ে গেছে চক্রটি।
বিবিএস ক্যাবল’স এর এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) বিশ্বজিৎ চন্দ্র কবিরাজ বলেন, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে তারা তাদের শো-রুমটি বন্ধ করে চলে যান। এরপর বৃহষ্পতিবার সকালে ৯টায় অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও হিসাব শাখার শহিদুল ইসলাম এসে শো-রুমের শাটারের তালা খুলতে যান। কিন্তু তখন দেখতে পান শাটারের সাথে কোন তালা নেই।
তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়, তাদের পরামর্শে শো-রুমে না প্রবেশ করে থানা পুলিশকে জানাই। এরপর থানা পুলিশের উপস্থিতিতে ভেতরে প্রবেশ করে দেখা যায় সাড়ে ৩ শতাধিক বৈদ্যুতিক তারের কয়েল (বান্ডিল) উধাও। যেখানে ২ থেকে ২৭ হাজার টাকা দামের বিভিন্ন পরিমানে কয়েল ছিলে।
হিসাব শাখার শহিদুল ইসলাম বলেন, শুধু তার নয়, শো-রুমে থাকা প্রায় পাঁচমণ ওজনের একটি ভল্ট ও তার ভেতরে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং আনুমানিক ৩০ লাখ টাকার লিখিত ও ব্লাংক চেক নিয়ে গেছে চক্রটি। এছাড়া আর একটি লকারের তালা ভেঙ্গে সেটিকে তছনছ করেছে। তবে ভবনের ওপর তলায় থাকা স্টোর সুরক্ষিত রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের অপর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
বিবিএস ক্যাবল’স বরিশালের ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জানান, ৮টি তালা ভেঙে এই চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিবো।
এদিকে কোতোয়ালি মডেল থানা সংলগ্ন প্রধান এ সড়কে দুর্ধর্ষ এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন অন্য ব্যবসায়ীরা। তারা তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান ও চোর চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে, সেইসাথে আইনগত ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক