ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ শোয়াইয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওসমানের ফলের দোকানের প্রোপাইটর মো. সুমন আলী, সেলিম খানের দোকানের প্রোপাইটর সেলিম খান, লিটন স্টোরের প্রোপাইটর লিটন দাস, সবুজ স্টোরের প্রোপাইটর সবুজ খান, জাহিদ স্টোরের প্রোপাইটর মো. জাহিদ, আফিম জেনালের স্টোরের প্রোপাইটর মো. এনামুল হক ও জাকির স্টোরের প্রোপাইটর জাকির হোসেন গংকে মূল্যের তালিকা প্রর্দশন না করায় এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক