বরিশালে ৭ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

বরিশালে ৭ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩
নিউজটি শেয়ার করুন

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে কাজীরহাট থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) রাতে কাজীরহাট থানার গাবতলী বাজার সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বিষয়টি কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের নিশ্চিত করেছেন।

 

 

গ্রেফতাররা হলেন— কুমিল্লা জেলার দাউদকান্দি ভাগলপুর গ্রামের সুলতানা সিকদারের ছেলে পারভেজ সিকদার (২২), তার স্ত্রী লাকী বেগম (২০) ও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মৃত জামাল সরদারের ছেলে শাহেদ সরদারক (২৫)।

 

 

ওসি মো. জুবায়ের জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পারভেজ সিকদার, তার স্ত্রী লাকী বেগম ও শাহেদ সরদারকে (২৫) ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ