ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (৪ অক্টোবর) উপজেলার রুনসী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চার শিশুকে গ্রেফতার দেখিয়ে বুধবার (৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে। যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী শিশুর বাবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ- খেলার কথা বলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে অপর চার শিশু ধর্ষণ করে। সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হয়। পরে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতলে (শেবাচিম) পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই বলেন, শিশুটির সঙ্গে কথা বলে, তাকে ধর্ষণ করা হয়ে এমন সন্দেহে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য শেবাচিমে পাঠানো হয়েছে।
বাকেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, যেহেতু পুরো বিষয়টি শিশুদের নিয়ে, তাই অভিযোগ প্রাপ্তির পর থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইনেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক