ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
রাস্ট্রায়ত্ব পাটকল বন্ধের প্রতিবাদ, বন্যাত্তোর পরিস্থিতিতে কৃষকদের বীনা সুদে ঋণ প্রদান এবং খেতমজুরদের কর্মসৃজন প্রকল্পের সময় ১৫০দিন করা সহ ১৩ দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বুধবার (০২ সেপ্টম্বর।) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক সাবেক এমপি শেখ মো. টিপু সুলতান, ফাইজুল হক বালী ফারহিন, রতন চক্রবর্তী, মোজাম্মেল হক ফিরোজ, এইচ এম হারুন, শিখা রানী সেন, শামিল শাহরুখ তমাল ও মিন্টু দে প্রমুখ।
বক্তারা তাদের ১৩ দফা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক