ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)।
শুক্রবার(৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নগরীর বিমান বন্দর থানা ক্ষুদ্রকাঠী সাকিনস্থ এলাকা থেকে অভিযুক্ত মোঃ আবুল হোসেন(৪৫)ও মোঃ সাইফুল ইসলাম (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মদক বিক্রয়ের নগদ ৩০০ (তিন শত) টাকা উদ্ধার করে ।
আজ সকাল ১০ টায় র্যাব-৮ সদর দফতর প্রেরিত এক ই-মেইল বার্তায় জানিয়েছে, আটককৃত আবুল হোসেন বাবুগঞ্জ উপজেলার আমজেদ হোসেন হাওলাদারের এবং সাইফুল ইসলাম একই উপজেলার মৃত আদম আলী খানের সন্তান। তারা দীর্ঘদিন ধরে ক্ষুদ্রকাঠী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল ।
এ ঘটনায় র্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক