বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
নিউজটি শেয়ার করুন

 

বরিশালে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন ( র‌্যাব ৮ ) এর অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে ।

 

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর ) সকালে র‌্যাব-৮ সদর দপ্তর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

 

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন নতুন বাজার ১৯ নং ওয়ার্ডে ডায়মন্ড গলির হারুন অর রশিদ এর বসত বাড়ীর মধ্যে মাদক জাতীয় দ্রব্য ও ভারতীয় রুপি রক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেথানে অভিযান চালিয়ে একজনকে আটক করে ।

আটককৃত ব্যক্তি হলেন বরিশাল নতুন বাজার ১৯নং ওয়ার্ডের মৃত শফি উদ্দিন মিয়ার ছেলে মোঃ হারুন অর রশিদ (৬২)। এ সময় তার কাছ থেকে ২৮ (আঠাশ) বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ২,৮৫,৯৫৫/- (দুই লক্ষ পঁচাশি হাজার নয়শত পঞ্চান্ন ) টাকা এবং ভারতীয় ১৫,০০০/- (পনের হাজার) রুপি উদ্ধার করা হয় ।

 

আসামীর বিরুদ্ধে র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ