ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে জয়নাল সিকদারের (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকাল ৯টায় হিজলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল গুয়াবাড়িয়া ইউনিয়নে বাসিন্দা ছিলেন।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, গত সোমবার রাত ১২টার দিকে একটি নৌকায় একা মেঘনা নদীতে মাছ শিকার করতে যান জয়নাল সিকদার। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত কোন নৌযানের ধাক্কায় নৌকা ডুবে জয়নালের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক