ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশালে বিভিন্ন ব্যান্ডের দেশি-বিদেশি মদ, চোলাই মদ ও মদ তৈরির উপকরনসহ এক নারী বিক্রেতাকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রাম থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকাল গ্রামের শৈলেন মালাকারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বসত ঘর তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৮০ বোতল দেশি-বিদেশি মদ, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির চারশ’ লিটার উপকরনসহ গৃহকর্মী মালা মালাকারকে (৩৫) আটক করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক