ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩
বরিশাল নগরীর প্রফেসর গলিতে বিএম কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ৫ যুবকসহ ৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
বুধবার (২১ জুন) রাতে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
অভিযুক্তরা হলেন—বরিশাল সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ইনজাম হোসাইন, বিএম কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী ফারজানা, নগরীর ২০নং ওয়ার্ডের তালভিটা গলির সাবু শরীফের ছেলে সৌখিন শরীফ, রেজাউল করিম লতিফের ছেলে মাইদুল ইসলাম শুভ, একই ওয়ার্ডের ইফতেখার রিফাত ও সুশীল হালদারের ছেলে সবুজ হালদার।
অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, তিনি বরিশাল সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ইনজাম হোসাইন এক সাথে পড়াশুনার কারণে তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ইনজাম হোসাইনের আচার আচারণ খারাপ মনে হলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ওই ছাত্রী।
এরই ধারাবাহিকতায় একই কলেজের শিক্ষার্থী ফারজানা ওই ছাত্রীকে গত ১৮ জুন বেলা পৌঁনে ১টায় প্রফেসর গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে ইনজাম হোসাইনসহ অন্যান্য অভিযুক্তরা আগে থেকেই উপস্থিত ছিলেন।
এ সময় ইনজাম হোসাইন ওই ছাত্রীকে গালিগালাজ করতে থাকে। একপর্যায় ফারজানার সহায়তায় অন্য অভিযুক্তরা ওই ছাত্রীর জামাকাপড় ওড়না টানাটানি শুরু করে এবং লজ্জাস্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ৬ জনকে আসামি করে বরিশাল কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। কোতয়ালি মডেল থানা ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক