ঢাকা ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
স্ত্রীর নামে দলিলমূলে হস্তান্তর করা জমি প্রতারণার মাধ্যমে অন্যত্র বিক্রির চেষ্টা এবং বায়নার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়
বৃহস্পতিবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন জিআরও এসআই খোকন চন্দ্র।
আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়েরর পর সব অভিযুক্তরা গত ১ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এরপর নির্ধারিত তারিখে অন্য অভিযুক্তরা আদালতে হাজিরা দিলেও বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়া অনুপস্থিত থেকে আইনজীবীর মাধ্যমে সময়ের প্রার্থনা দেন। আদালত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় প্রার্থনা মঞ্জুর করেন।
বৃহস্পতিবার নির্ধারিত তারিখে মামলার অন্য আসামিরা আদালতে হাজির হলেও বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়া আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন। আদালত সেটি নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী ও আইনজীবী একেএম আরিফুর রহমান খান জানান, রুপাতলী মৌজার ৪৭ শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে ২০১৯ সালের ৩ জুন বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারকে ২০ লাখ টাকা চেকের মাধ্যমে প্রদান করেন তিনি। পাশাপাশি একটি বায়না দলিলও করেন। যে দলিলের সাক্ষী ছিলেন চলমান মামলার আসামি ও জিয়াউদ্দিন সিকদারের জমির কেয়ারটেকার শাকিল এবং বিক্রি হতে যাওয়া জমির পূর্ব ওয়ারিশ দাবিদার কাওসার মোল্লা ও নাছির সিকদার।
২০ লাখ টাকা দিয়ে মামলার বাদী আরিফুর রহমান নির্ধারিত জমিতে ৭ লাখ টাকার বালু ভরাট করাসহ বিভিন্ন সংস্কার কাজ সম্পন্ন করেন। এরপর জানতে পারেন ওই জমির মালিক বর্তমানে জিয়াউদ্দিন সিকদার নন। তিনি ২০১১ সালের ২৫ মে তার স্ত্রী শাহানা জিয়ার কাছে ওই জমি দলিলমূলে হস্তান্তর করেন। পরে বাদী বুঝতে পারেন তার টাকা আত্মসাতের জন্য ওই দলিলের কথা গোপন রাখা হয়েছিল।
এমন প্রতারণার বিষয়ে ওই বিএনপি নেতাকে বাদী জিজ্ঞাসা করলে নানান ধরনের হুমকি-ধমকি প্রদর্শন শুরু হয়। পরে ২০২০ সালের ২৯ মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ২৫ লাখ টাকা ফেরত দেয়ার কথা বলা হয়। তবে দীর্ঘদিনেও সে টাকা ফেরত না দেয়ায় ২০২১ সালের ১০ মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন বাদী। ওই মামলায় জিয়াউদ্দিন সিকদার ও তার স্ত্রী শাহানা জিয়াসহ ৫ জনকে আসামি করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক