বরিশালে বিএনপির মিছিল ছত্রভঙ্গ, আহ্বায়কসহ গ্রেপ্তার ৮

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

বরিশালে বিএনপির মিছিল ছত্রভঙ্গ, আহ্বায়কসহ গ্রেপ্তার ৮
নিউজটি শেয়ার করুন

 

বরিশালে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জন গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

 

বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আসন্ন নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে জেলা বিএনপি নেতারা। এ সময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল বের করে।

 

 

পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল চালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার আলী আশরাফ বলেন, ‘কোনো ধরনের অনুমতি ছাড়া সড়ক অবরোধ করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ