বরিশালে ফের বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

বরিশালে ফের বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের গৌরনদীর ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

 

 

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের চালক ও বাসের সুপারভাইজারকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশী তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী অন্তরা পরিবহণের একটি বাসের সাথে ঢাকাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং বাসের সুপারভাইজার ও যাত্রীসহ ১০ জন আহত হয়।

 

 

 

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে কাভার্ডভ্যানের চালককে গাড়ি কেটে বের করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও বাসের সুপারভাইজারের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি মহাসড়কের ওপর থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

 

প্রসঙ্গতঃ মঙ্গলবার (২৫ জুলাই) গৌরনদী উপজেলায় শ্যামলী পরিবহণ ও ইলিশ পরিবহণের দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একটি বাস মহাসড়কের পাশের পুকুরে পরে গিয়েছিলো। এই ঘটনায় শিশু ও নারীসহ ১৬ যাত্রী আহত হয়েছেন। উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ড সংলগ্ন হাবিব সরদারের দীঘির পাড়ের ঢাকা-বরিশাল মহাসড়কে দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সোয়া ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এই ঘটনায় দুই বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ