ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
বরিশালের বাকেরগঞ্জে ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া দিয়ে দুর্ঘটনায় পরেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ ঘটনায় ২ সেপাই আহত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেপাই মেহেদি হাসান (৩২) ও মো. সানী (২৬) আহত হয়েছে। তাদের বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনসিডিলবাহী প্রাইভেটকার ফেলে মাদক কারবারিরা পালিয়েছে। পরে পুলিশ ফেনসিডিলসহ প্রাইভেট কার উদ্ধার করেছে। বিষয়টি বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ধাওয়া খেয়ে আরোহীরা রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তারা গিয়ে প্রাইভেটকার উদ্ধার করেন। এ সময় গাড়ি থেকে ৫ কার্টন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত দুই সেপাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, তার নেতৃত্বে চার সদস্যর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ এলাকায় অবস্থান নেন। এ সময় প্রাইভেট কার সিগনাল দিলে তারা পালিয়ে যায়। তখন দুই সেপাই ধাওয়া করে প্রাইভেটকারের সামনে যায়। তখন প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। পড়ে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। তখন প্রাইভেটকারের আরোহীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। তখন পুলিশ এসে তাদের উদ্ধার করেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক