ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৩
দক্ষিণাঞ্চলে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে। যা প্রতিদিনই রেকর্ড ভাঙছে। যদিও গত রোববারের তুলনায় সোমবার (১০ জুলাই) রোগীর সংখ্যা কমছিল।
শেবাচিম হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার এই হাসপাতালে ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ রোগী বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এছাড়া বৃহস্পতিবার ৫২, শুক্রবার ৭০ জন, শনিবার ৭৬ জন, রোববার ৮৬ জন রোগী ভর্তি ছিলেন। রোগীর চাপ সামাল দিতে প্রতিটি তলায় আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া মেডিসিন ওয়ার্ডে নারী ও পুরুষদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, এবারে ডেঙ্গু রোগীর সংখ্যা অধিকহারে বেড়ে চলছে। যা বিগত দিনের তুলনায় অনেক বেশি। তবে ভর্তি করা রোগীদের সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সুস্থ করে তোলা হচ্ছে। ২শ রোগী হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আরো একশ রোগীকে সেবা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক