ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক গৃহবধু আত্মহত্যা করেছে এবং অপর ২ জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী রাজ লক্ষী রায় (৫০) পারিবারিক কলহের কারণে বিষপান করে আত্মহত্যা করেছে।
এদিকে উপজেলার রামানন্দেরআঁক গ্রামে পানিতে ডুবে বুদ্ধিমন্ত হালদারের (৫৭) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত গুরুদাস হালদারের পুত্র।
আগৈলঝাড়ার থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মারিয়া নামের সাত বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত বলে ঘোষণা করেছেন। মারিয়ার কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার কন্যা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক