ঢাকা ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশাল নদীবন্দর এলাকায় রাস্তার ওপর পুত্রসন্তানের জন্ম দিলেন এক নারী। বলা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে নদীবন্দরের ২ নম্বর গেটের সামনের রাস্তায় ত্রিশোর্ধ্ব ওই নারী সন্তান প্রসব করেন। পরে কেউ নিয়ে যেতে পারে, এমন আশঙ্কায় সন্তানকে বুকের মধ্যে আগলে রাখেন তিনি।
বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ওই নারী নদীবন্দর, খেয়াঘাটসহ আশপাশের এলাকায় এলোমেলো ঘোরাঘুরি করছিলেন। ক্ষুধা লাগলে তিনি স্থানীয় হোটেলগুলোয় এসে খাবার চাইতেন। হোটেল মালিকরা তাকে খাবার দিতেন।
স্থানীয়রা জানান, সন্তান জন্ম দেয়ার পর মা ও শিশুটির নিরাপত্তার কথা ভেবে খেয়াঘাটের হোটেল শ্রমিক রুহুল আমিন আপাতত তাদের দেখভাল করছেন। তিনি খাবারসহ ওই নারীকে বিছানার চাদর, মশারি, গরম পোশাক এনে দিয়েছেন।
বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রুহুল আমিন বলেন, ‘শনিবার সকাল ৮টার দিকে ওই নারী বন্দর এলাকার রাস্তার ওপর গড়াগড়ি করে কাতরাচ্ছিলেন। তিনি যে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন বিষয়টি অনুমান করতে পেরে পার্শ্ববর্তী ভাটারখাল কলোনির নারীদের খবর দেয়া হয়। সেখান থেকে কয়েকজন এসে ভারসাম্যহীন ওই নারীকে সন্তান প্রসবে সহায়তা করেন। সোয়া ৯টার দিকে তিনি একটি ফুটফুটে ছেলেসন্তান জন্ম দেন।’
রুহুল আমিন জানান, বর্তমানে মা ও সন্তান সুস্থ আছেন। অনেকে সন্তানটি নিতে চাইলেও ওই নারী দিতে চাইছেন না। বুকে আগলে রাখছেন এবং পরিচয় জানতে চাইলে নিজের নাম মায়া ছাড়া তিনি আর কিছু বলতে পারছেন না।
স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষার উদ্যোগ না নিলে বাচ্চাটি যেকোনো সময় চুরি হয়ে যেতে পারে। তা ছাড়া শীতের রাতে খোলা আকাশের নিচে থাকলে বাচ্চাটির রোগাক্রান্ত হওয়ারও আশঙ্কা আছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে তিনি নগরীর প্রবেশন অফিসারকে অবহিত করেছেন। তাদের পক্ষ থেকে মা ও সন্তানকে সুরক্ষার উদ্যোগ নেয়া হবে।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার (শহর) শ্যামল সেন গুপ্ত জানান, ভারসাম্যহীন ওই নারী ও তার সন্তানের সুরক্ষায় যা যা করণীয় তিনি তাই করবেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক