ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৩
বরিশালের মুলাদী উপজেলায় দাখিল পরীক্ষায় পাস না করায় লোকলজ্জায় বিষপানে আত্মহত্যা করেছেন শামীমা নামে এক মাদরাসাছাত্রী।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষা গ্রামে এই ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
নিহত শামীমা উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষা গ্রামের দেলোয়ার হোসেন ঘরামীর মেয়ে। হিজলার নরসিংহপুর কেরামতিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল সে।
শামীমার মা নার্গিস বেগম জানান, ‘গত শুক্রবার ঘোষিত দাখিল পরীক্ষার ফলাফলে ২ বিষয়ে ফেল করে শামীমা। এরপর থেকেই তার মন খারাপ ছিল। মঙ্গলবার দুপুরে আমি পাশের বাড়িতে যাই। সেখান থেকে বাড়িতে ফিরে এসে দেখতে পাই শামীমা বিষপান করে ঘরের মেঝেতে পড়ে আছে। দ্রুত উদ্ধার করে তাকে মুলাদী হাসপাতালে নিয়ে যাই! সেখান থেকে চিকিৎসক দ্রুত বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিতে বলেন। তার পরামর্শে শেবাচিম হাসপাতালে নেওয়ার আগে পথেই শামীমা মারা যায়।
মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, সুষ্ঠু তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক