বরিশালে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

বরিশালে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

 

বরিশাল : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকার ডোবা থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় ফোন দেয়। দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, লাল গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মঙ্গলবার রাতের যে কোন সময়ে শিশুটিকে ডোবায় ফেলা হয় অথবা পড়ে যায়। শিশুটির পোশাকে পরিচ্ছদে মনে হচ্ছে কোন বাসায় বেড়াতে এসেছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একই সাথে শিশুটিকে শনাক্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ