বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে বিভাগে ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হলো।

 

 

 

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ২৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ৭৫৮ জন রোগী চিকিৎসাধীন আছে।

 

 

শেবাচিম হাসপাতালে মারা যাওয়া যুবকের নাম মো. ইমরান (২৪)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।

 

 

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ২৮৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ জন বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। শেবাচিম হাসপাতালে বর্তমানে ২০১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছে।

 

 

 

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৬৬ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ৪০ জন, বরগুনায় ২৯ জন ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

 

 

চলতি বছরে বুধবার পর্যন্তক বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার সাত জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ২৪৩ জন। বরিশাল বিভাগে ছয়জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জন ও ভোলার জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।

 

 

 

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে অধিক গুরুত্বের সঙ্গে ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে।

 

 

 

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির চাপ বাড়ছে। জনবলসহ নানা সংকটসহ নানান প্রতিবন্ধকতার মধ্যেও ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ