ঢাকা ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
বরিশাল নগরীতে বিসিসির পরিচ্ছন্ন কর্মী আমির গাজীর হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল ) এপ্রিল সকাল ১১ টায় সদররোডে খালেদাবাদ কলোনী ও ১৪ নং ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রশাসনের কাছে ছেলে হত্যার বিচারের প্রার্থনা করে বক্তব্য রাখেন আমিরের বাবা বৃদ্ধ আলতাফ গাজী, মা খাদিজা বেগম, চাচা জামাল গাজী,আমিরের বৃদ্ধা নানি জোহরা বেগম,চাচি নাজমা বেগম ও এলাকাবাশী আঃ ছালাম হাওলাদার,জাকির হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, আলেকান্দা রিফিউজি কলোনী এলার আলতাফ গাজীর ছেলে ও বরিশাল সিটি কপোরেশনের একজন পরিচ্ছন্নতা আমির গাজীকে একটি মটর সাইকেলকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি কিশোর গ্যাং সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়।
এঘটনায় ৭জনকে আসামী করে বরিশাল কোতয়ালী মডেল থানায় নিহতের মা খাজিদা বেগম একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দুইজনকে আটক করলেও তারা বর্তমানে জামিনে রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক