বরিশালে গৃহবধূকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

বরিশালে গৃহবধূকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন আয়শা বেগম নামের এক নারী।

 

 

মঙ্গলবার (২০ জুন) বরিশাল নগরীর কোতয়ালী থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

 

 

জিডিতে আয়শা বেগম অভিযোগ করেন, বরিশাল নগরী বটতলা এলাকার মাদকসেবীও শিশু ধর্ষণ মামলার আসামি আবদুল মতিনের ছেলে শাকিল (৩৫) এর ব্যবহৃত মোবাইল ফোন যার নাম্বার (01680661062) থেকে লিপি খানম নামের এক নারী অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়।

 

 

আয়শা বেগম জানান, আমার স্বামী জেল কারাগারের কারারক্ষী । ২ নং বিবাদী কারারক্ষী ইব্রাহীম এর বোন ১ নং বিবাদী ২নং বিবাদী বাসায় আসা যাওয়ার সুবাদে আমি তাহাদের চিনি। আমি বিবাদীদ্ধয়ের বাসায় আসা যাওয়া করি।

 

 

উক্ত বিবাদীদের সাথে আমার কথাকাটা কাটি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন বিকাল অনুমান ৫ ঘটিকার সময় উক্ত বিবাদী আমার মোবাইলে 01642650839 নাম্বার হইতে ফোন করিয়া অঅমাকে অকথ্য ভাষায় গালিগালাস করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। ভবিষ্যৎতে আমারও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আমি আইনের আশ্রয় নিছি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ