ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
বরিশাল : বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আটককৃত মোঃ ফরহাদ মীর (৩০) পটুয়াখালীর বাউফল উপজেলার আলমগীর মীরের ছেলে।
ডিবি পুলিশের প্রেরিত বার্তা সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় টিমসহ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর ১০নং ওয়ার্ডের “জলিসা সৈয়দ ভিলা” নামক বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়াটিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় মোঃ ফরহাদ মীরকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক