ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশাল নগরীর কেডিসি এলাকায় সারবোঝাই কার্গো থেকে কীর্তনখোলা নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম মো. ফরিদ (২৮)। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শাহ আলমের ছেলে। ফরিদ সারবোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোর শ্রমিক ছিলেন।
কার্গোর মাস্টার জাকির হোসেন জানান, মোংলা থেকে ৪ দিন আগে ইউরিয়া সার নিয়ে তারা কীর্তনখোলা নদীর নগরীর কেডিসি এলাকায় বিএডিসির ঘাটে এসে পৌঁছান। মঙ্গলবার সন্ধ্যায় পন্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পড়ে যেতে দেখেন শ্রমিকরা। প্রথমে ঘাটের কোনো শ্রমিক ভেবেছিলাম। কিছুক্ষণ পর শ্রমিকরা এসে জানান ফরিদকে পাওয়া যাচ্ছে না। আশপাশে খুঁজে না পেয়ে ৯৯৯ এ কল করা হয়। ফায়ার সার্ভিস এসে রাত ৮টায় পন্টুনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারী বলেন, দুর্ঘটনবশত ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলালউদ্দিন বলেন, খবর পেয়ে ডুবুরি নিয়ে সন্ধ্যা ৭টায় উদ্ধারে নেমে পড়েন। এক ঘণ্টার চেষ্টায় পন্টুনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ কার্গোর মাস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। কার্গোতে ১৫-২০ দিন আগে শ্রমিক হিসেবে চাকরি নিয়েছিলেন ফরিদ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক