বরিশালে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

বরিশালে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নিউজটি শেয়ার করুন

 

বরিশালে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের কুমারখালী গ্ৰামের প্রবাসীর স্ত্রী হাজেরা বেগম।

 

মঙ্গলবার (৭ জুন) রাত ৯ টার দিকে একটি বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। সে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের কুমারখালী গ্ৰামের প্রবাসী ইলিয়াস ফরাজীর স্ত্রী।

 

বুধবার (৮ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রোগীর স্বজন মেহেদী। তিনি জানান, একসঙ্গে তিন তিনটি কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে বেজায় খুশি ইলিয়াস -হাজেরা দম্পতি।

 

এ বিষয়ে মেহেজী বলেন, মঙ্গলবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা কাকিকে বরিশাল ইসলামিয়া ক্লিনিকে নিয়ে আসি। এরপর রাত ৯ টায় সিজার করা হলে একসঙ্গে তিনি তিনটি কন্যা সন্তান প্রসব করেন। তবে মেঝ শিশু মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে নয়টায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালের নিউ বর্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ স্বপন কুমার হালদার জানান, দুটি শিশু শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে মেঝ শিশুটির অবস্থা বেশি একটা ভালো নয়। তাই তাদের স্বজনদের শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ