ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
বরিশাল : চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতন ৩৯টি এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি।
বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার পরিসংখ্যান সূত্রে জানা গেছে, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন থানাধীন এলাকায় ৫টি নারী ও ৯টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন থানা সমূহে ৩৪টি নারী ও ১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে।
পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে বরিশাল নগরীর চেয়ে জেলার বিভিন্ন থানায় ২৯টি নারী নির্যাতনের সংখ্যা বেশি ঘটেছে। পাশাপাশি জেলায় একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও নগরীর বিভিন্ন এলাকায় ঘটেছে ৯টি ঘটনা। এসব ঘটনার প্রত্যেকটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা৷
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ । তারপরও বিচ্ছিন্নভাবে যেসব অপরাধের ঘটনা ঘটছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, দেশে আজ অপরাধীদের বিচার হচ্ছে । বিচারের রায় সঠিকভাবে মিডিয়ায় প্রকাশিত হলে অপরাধীরা অপরাধ থেকে কিছুটা হলেও সরে আসবে।অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলার পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধিসহ সঠিক ধারায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সামাজিক আন্দোলনের নামে দেশ-জাতি ও রাষ্ট্রের ক্ষতি এবং ভাবমূর্তি নষ্ট যাতে না হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক