ঢাকা ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার সৈকত (২৯), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রীনা (৩৮), জেলার বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইয়াসিন (৭৫)। এর মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৪৫, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৭৬ জন, ভোলায় ২৭ জন, বরগুনায় ৪২ জন ও ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক