ঢাকা ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
বরিশাল : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামের এক মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর গির্জা মহল্লা রোডস্থ আরজু বোর্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। তিনি ওই বোর্ডিংয়ে থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করতেন।
আরজু বোর্ডিংয়ের স্টাফ মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন ওই হোটেলে ওঠেন। সোমবার সকালে তৃতীয় তলার রুম পরিষ্কার করতে গিয়ে পাশের রুম ১৮ নম্বরের জানালা দিয়ে ভেতরে তাকালে মরদেহ দেখতে পাই। এরপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম বলেন, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক