ঢাকা ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
এর আগে আগৈলঝড়া থানাধীন বেলুহার এলাকার ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের বসত বাড়িতে অভিযানটি চালানো হয়।
অভিযানে ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের ছেলে মোঃ হাসিবুল ইসলাম শান্ত (২১) ও তার সহযোগী পার্শবর্তী মোহনকাঠি এলাকার সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইসলাম (১৯) কে আটক করা হয়।
এ সময় মো. হাসিবুল ইসলাম শান্ত’র শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩ টি চাইনিজ কুড়াল, ২ টি রামদা, ২ টি চাপাতি ও ৩ টি ছুরি উদ্ধার করা হয়।
এছাড়া সৈয়দ ফাইজুল ইসলামের নিকট থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক