ঢাকা ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
তীরে এসে ‘লঞ্চ’ ডুবলো বরিশালের! মাত্র এক রানে বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা কুমিল্লার। এর মধ্যে ফের দুঃসংবাদ শুনলো ফরচুন বরিশাল। দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিজ্ঞাপন ইস্যুতে দলটির ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
মাঠের বাইরের ঘটনায় ফরচুন বরিশালকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনালের আগের দিন বৃহস্পতিবার দুপুরে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ফটোসেশনে ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
রাতে জানা যায় একটি কোমল পানীয় বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য হোটেল থেকে বেরিয়ে যান কাউকে না জানিয়ে। তাতে ভাঙা হয় জৈব সুরক্ষা বলয়। যা প্রশ্নবিদ্ধ ছিল ক্রিকেট মহলে। পরে বরিশালের দলের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, পেটের অসুস্থতায় ভুগছেন সাকিব। এজন্য অনুশীলনে আসেননি, উপস্থিত হতে পারেননি ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে আমরা কিন্তু এটা ছাড় দেইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির আন্ডারে আমরা ছাড় দেইনি। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে শোকজ করা হয়েছে। সুরক্ষা বলয় ভেঙে ভেঙ্গে বাইরে গেল কিভাবে। কারণ আমরা ফ্র্যাঞ্চাইজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কিভাবে সুরক্ষা বলয় মেনটেইন করতে হবে। এটা ব্রেক হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে।
শেষ পর্যন্ত এ নিয়ে কথা বলেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ফরচুন বরিশালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক