ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানায়, চলতি বছর পুলিশের করা একটি নাশকতা মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।
তিনি বলেন, নাশকতা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক