ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদী থেকে বস্তাবন্দি ৪ মণ হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ।
শনিবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি খালের মুখের অনুমান ২০০ গজ উত্তরে জাহাঙ্গীর মেম্বারের কয়লার ফ্যাক্টরির উত্তর পাশে বলেশ্বর নদীর কিনারে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মাংস পাচারকারী সদস্যরা নৌ পুলিশের টহল উপস্থিতি টের পেয়ে ট্রলার ও পলিথিনে পেচানো বস্তাবন্দি মাংস রেখে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার বলেন, বলেশ্বর নদীতে ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান ডিউটি করার সময় বলেশ্বর নদীর তীরে একটি ট্রলার হইতে ৪ বস্তায় অনুমান ৪ মণ হরিণের মাংস পলিথিনে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়েছে। এসময় পাচারকারীরা নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে হরিণের মাংস ও ট্রলার জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক