ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
বরগুনার বেতাগীতে গ্রেপ্তারের পর পুলিশের হাতকড়াসহ হাবিব বিশ্বাস নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি, এ ঘটনার তিন ঘণ্টা পর একটি ধান ক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে এবং পলাতক আসামিকে পুলিশ খুঁজছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এর আগে সোমবার (২ জানুয়ারি) দুপুরে বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকেই ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বেতাগী থানা পুলিশ জানায়, গত সপ্তাহে স্থানীয় সোনার বাংলা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তদন্ত করে হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে বেতাগী থানার এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে থানায় নিয়ে আসার পথে হাবিব হাতকড়াসহ দৌড়ে একটি ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এসআই শহিদুল ইসলাম ওই আসামিকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন। পরে হাতকড়া উদ্ধারের ঘটনা সাজিয়েছেন। তবে এ বিষয়টি অস্বীকার করেছেন এসআই শহিদুল ইসলাম।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার ২-৩ ঘণ্টা পর ধান ক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান জানান, এ ঘটনায় তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক