ঢাকা ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড উদ্ধারকৃত চামড়া, মাথা ও পা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
এন আগে সোমবার দিনগত রাত ২টার দিকে সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন জিনতলা এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি পাতিলে রাখা তিনটি হরিণের চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করা হয়। পরে সকালে এসব বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক