‎বরগুনায় শিক্ষকের ওপর হামলা, শ্রমিক দল নেতা বহিষ্কার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

‎বরগুনায় শিক্ষকের ওপর হামলা, শ্রমিক দল নেতা বহিষ্কার
নিউজটি শেয়ার করুন

 

‎বরগুনার পাথরঘাটায় পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনায় দল থেকে বহিষ্কার হয়েছেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. বাকি বিল্লাহ ফরাজী। একইসঙ্গে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এতে বাকি বিল্লাহসহ আরও তিনজনকে আসামি করা হয়েছে।

 

 

রোববার জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।

 

 

 

‎গত ২ মে সকালে উপজেলা পরিষদের সামনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলা করে বাকি বিল্লাহ ও তার ভাই সফিউল্লাহ ফরাজী। এ হামলার পরপরই সংবাদ সম্মেলন করে মানববন্ধন, বিদ্যালয়ে‌ কর্ম বিরতিসহ নানা কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা শিক্ষক সমিতির নেতারা।

 

 

 

মামলার বিষয়টি নিশ্চিত করে ‎পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মামলায় তিনজনকে এজাহারভুক্ত ও ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ভিত্তিতে নাসারুল্লাহ নামে এক আসামিকে আটক করা হয়েছে। শ্রমিক দলের সদস্য সচিব বাকি বিল্লাহ ও তার ভাই পালাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ