ঢাকা ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরগুনার আমতলীতে মিথ্যা মামলা দেওয়ায় বাদীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৫ ডিসেম্বর) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, তালতলীর ৪২ নং বড় নিশানবাড়িয়া মৌজার তিনটি এসএ খতিয়ানে ৩০টি দাগ উল্লেখ করে আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হক জমি বিক্রির জন্য ছোট আমখোলা, তালতলী, বরগুনায় ভুয়া দলিল রেজিস্ট্রি করেছে, এমন অভিযোগে ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৪৮৫ নং ও ৪২০ ধারায় মামলা করেন রশিদ মিয়া।
কিন্তু ২ বছর পর আদালতে তার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এতে মিথ্যা মামলার অভিযোগে আদালত রশিদ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আসামি পক্ষের আইনজীবী হরিহর চন্দ্র দাস বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে করা মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এ কারণে বাদীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে আমরা খুশি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক