বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা প্রতিনিধি: বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দিন দুপুরে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

ওই শিশুর পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, দূর সম্পর্কের এক চাচাতো ভাই শিশুটিকে বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে।

 

এ বিষয়ে শিশুটির মা বলেন, গতকাল দুপুরে আমি চিকিৎসার জন্য স্থানীয় বাজারে গিয়েছিলাম। এ সময় আমার মেয়ে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মাদ্রাসাছাত্র শিশুটিকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য আমার মেয়েকে হত্যার হুমকি দেয় সে।

 

ওই দিন ইফতারের পর আমার মেয়ের প্রস্রাব করতে গিয়ে কষ্ট হতে দেখে জিজ্ঞাসা করলে আমাকে পুরো ঘটনা খুলে বলে। এরপর স্বজনদের সহায়তায় রাত ১০টার দিকে তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

 

শিশুটির বাবা বলেন, বিষয়টি জানার পর আমার মেয়েকে হাসপাতালে নিয়ে আসি। এ সময় মাদ্রাসাছাত্রের চাচারা হুমকি দেয় যে, আমার মেয়ে এ কথা কাউকে জানালে তাকে কুচিকুচি করে কেটে ফেলা হবে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছি। চিকিৎসকের দেওয়া তথ্যমতে, শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

ওসি আরও বলেন, শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ