বরগুনায় ধ’র্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

বরগুনায় ধ’র্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় সদর উপজেলায় এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্ত ব্যক্তি তার ওই নারীকেও কুপিয়ে গুরুতর আহত করেন।

 

 

 

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। নিহত দুই শিশুর নাম- হাফিজুর (১৩) ও তাইফা (৩)। আহত নারীকে চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

অভিযুক্ত ইলিয়াস পহলান (৩০) সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আহত নারী স্বামী পরিত্যক্তা। দীর্ঘদিন ধরে ইলিয়াস ওই নারীকে উত্ত্যক্ত করছিলেন।

 

 

 

গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ওই নারী তার মেয়ে ও প্রতিবেশীর শিশু হাফিজুলকে নিয়ে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ঘরে ঢুকে ইলিয়াস ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন।

 

 

 

বাধা দিলে ইলিয়াস ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় ইলিয়াস ওই দুই শিশুকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান। হামলায় ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে তাইফাও মারা যায়।

 

 

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমানবলেন, অভিযুক্ত ইলিয়াস পহলানকে আমরা আটক করেছি। ভুক্তভোগী নারীকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ