বরগুনায় ডাকাত সন্দেহে দুইজন আটক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

বরগুনায় ডাকাত সন্দেহে দুইজন আটক
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা : বরগুনার বামনায় ডাকাত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মংলা উপজেলার রামপাল গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে মো. রফিক মোল্লা (২৩) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মো. মজিবর মৃধার ছেলে মো. মহিবুল্লাহ মৃধা (২৯)।

 

এ সময় তাদের কাছ থেকে চুরি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে টহল পুলিশ ডাকাত সন্দেহে দুজনকে আটক করেছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ