ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান বাচ্চু মিয়া।
সোমবার সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
মোস্তাফিজুর রহমান বাচ্চু মিয়া বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী সোহেল হাফিজের বাবা।
বরগুনা জেনারেল হাসপাতালের করোনা বিভাগের চিকিৎসক কামরুল আজাদ মৃত্যুর সংবাদ শ্চিত করেছেন।
মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে সোহেল হাফিজ জানান, বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি করোনা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা আইনজীবী সমিতি, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবীর ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু এবং জেলা মুক্তিযোদ্ধা সংগঠন শোক জানিয়েছেন।
সোমবার রাত ১২টায় বরগুনা সার্কিট হাউস মাঠে মরহুমকে গার্ড অব অনার দেয়ার পর জেলার গণকবরে রাষ্টীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক