ঢাকা ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
বরগুনা : বরগুনার তালতলীতে এক ঘণ্টার জন্য ১০ম শ্রেণির স্কুলছাত্রী সাদিয়া জামান আনিকাকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘণ্টায় তিনি তার প্রস্তাব ও সুপারিশিমালা পেশ করেন। বুধবার বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আনিকার কাছে এক ঘণ্টার প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।
উপজেলা পরিষদের ‘পায়রা’ হল রুমে দায়িত্ব হস্তান্তরের পর আনিকাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতীকী দায়িত্ব নিয়েই তালতলী উপজেলাকে নারীবান্ধব করে নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন সাদিয়া জামান আনিকা । এ সময় সে নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়া বেশ কয়েকটি প্রস্তাবনা রাখেন আনিকা। প্রস্তাবনার মধ্যে রয়েছে, তালতলীতে শিশুদের জন্য একটি শিশুপার্ক, শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের সি-বিচে শিশুদের একটি ইকোপার্ক স্থাপন। এ সময় নিজের স্বপ্নের কথাও জানান এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান।
এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যানের সব প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার। তিনি বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। তাই এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে। পরিবার ও সমাজকে দায়িত্ব নিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ছালেহিয়া মাদরাসার অধ্যক্ষ হারুনুর রশিদ, তালতলী প্রেস ক্লাবেরসভাপতি মু. আ. মোতালিব, তালতলী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক