ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
বরগুনা : বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।
তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার বিকেলে বৈঠকে বসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বরগুনা পৌরসভার মেয়র পদে কামরুল আহসান মহারাজকে মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বরগুনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী। নির্বাচনে তিনজন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ হালিম এবং বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় বরগুনা পৌরসভা। প্রথম শ্রেণীতে উন্নীত হয় ১৯৯৯ সালে। ২০১৫ সালের হিসাব অনুযায়ী, এ পৌরসভায় ভোটার রয়েছেন ২২ হাজার ৫৮ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৬৮ জন, নারী ১০ হাজার ৭৭০ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক