বরগুনায় অভাবের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

বরগুনায় অভাবের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা
নিউজটি শেয়ার করুন

 

বরগুনার পাথরঘাটায় অভাব-অনটন ও মানসিক চাপ থেকে রেহাই পেতে মো: জাকির হোসেন খাঁন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

 

 

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকা এ ঘটনা ঘটে।

 

 

জাকির হোসেন খাঁন নতুন বাজার এলাকার মরহুম আব্দুস ছত্তার খানের ছেলে।

 

 

স্থানীয়রা জানিয়েছে, অভাব-অনটনের কারণে তার পরিবারে কলহ লেগে থাকত। এ মানসিক চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বাড়ির পেছনের জামরুল গাছের সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন জাকির। পরিবারের লোকজন খোঁজা-খুঁজি পর বাড়ির পেছনের গাছের সাথে তাকে ঝুঁলতে দেখে ডাক-চিৎকার করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে থানায় একটি অপমৃত মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ