ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
বরগুনার পাথরঘাটায় অভাব-অনটন ও মানসিক চাপ থেকে রেহাই পেতে মো: জাকির হোসেন খাঁন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকা এ ঘটনা ঘটে।
জাকির হোসেন খাঁন নতুন বাজার এলাকার মরহুম আব্দুস ছত্তার খানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, অভাব-অনটনের কারণে তার পরিবারে কলহ লেগে থাকত। এ মানসিক চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বাড়ির পেছনের জামরুল গাছের সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন জাকির। পরিবারের লোকজন খোঁজা-খুঁজি পর বাড়ির পেছনের গাছের সাথে তাকে ঝুঁলতে দেখে ডাক-চিৎকার করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে থানায় একটি অপমৃত মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক