ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরগুনার আমতলী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোখলেস সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. মোখলেস সরদার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নের কড়াইবাড়ীয়া এলাকায় মো. এমতাজ উদ্দীন সরদারের ছেলে।
জানা যায়, বিকেল সাড়ে চারটায় তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক কার্যালয় সামনে শিশু মনি গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোখলেস। পরে গুরুতর আহত অবস্থায় মোখলেসকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্টে খবর শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত এর পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক