বরগুনায় জামায়াতের আমির গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

বরগুনায় জামায়াতের আমির গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

বরগুনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির তৈয়ব আলীকে (৬৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়কের নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তৈয়ব আলী বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মৃত আমীর মল্লিকের ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খাঁন বলেছেন, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক আমির তৈয়ব আলীকে গ্রেফতার করেছি। এ সময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যান।

 

 

তিনি আরও বলেন, ২০১৫ ও ২০২২ সালে দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ